চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী, সন্দেহভাজন গ্রেপ্তার

নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ কলম্বিয়ার প্রেসিডেন্ট প্রার্থী, সন্দেহভাজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

৮ জুন, ২০২৫ | ১১:৫৪ পূর্বাহ্ণ

কলম্বিয়ার রাজধানী বোগোতায় দেশটির একজন প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে তিনবার গুলি করা হয়েছে, এরমধ্যে দু’টি গুলি তার মাথায় লেগেছে।

 

গুলিবিদ্ধ প্রেসিডেন্ট প্রার্থী মিগেল উরিবে দেশটির একজন সেনেটর। দেশটির সরকার, উরিবের দল ও তার স্ত্রী জানিয়েছেন, হাসপাতালে জীবন-মরণের সন্ধিক্ষণে থাকা উরিবের অবস্থা আশঙ্কাজনক।

 

৩৯ বছর বয়সী উরিবে কলম্বিয়ার রক্ষণশীল বিরোধীদল ডেমোক্র্যাটিক সেন্টারের একজন সদস্য। তিনি ২০২৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচারণা চালাচ্ছিলেন। শনিবার রাজধানীতে এমনই এক প্রচারণা অনুষ্ঠানে তিনি গুলিবিদ্ধ হন।

ডেমোক্র্যাটিক সেন্টার পার্টি এক বিবৃতিতে এ হামলার নিন্দা করেছে। বিবৃতিতে দলটি বলেছে, সেনেটর উরিবে বোগোতার ফন্তিবন এলাকার সরকারি এক পার্কে একটি প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, সেখানে ‘সশস্ত্র গোষ্ঠী’ পেছন থেকে তার ওপর গুলি চালায়।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেস জানিয়েছেন, গুলিবর্ষণের ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না কর্তৃপক্ষ তা তদন্ত করে দেখছে।তিনি আরও জানান, হাসপাতালে উরিবেকে দেখতে গিয়েছিলেন তিনি।

 

এ ঘটনায় বিষয়ে তথ্য দিতে পারলে তথ্যদাতাকে প্রায় সাত লাখ ৩০ হাজার ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে কলম্বিয়ার সরকার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট