চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ইপিজেডে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪ | ১১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় কাউছার উদ্দিন ইমন (২৮) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

নিহত কাউছার উদ্দিন ইমন নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামে প্রাণ কোম্পানির এসআর ছিলেন বলে জানা গেছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় নগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের আকমল আলী রোড হাতিয়া আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, নিহত যুবক একটি ব্যাচেলর বাসায় থাকতেন। কি কারণে আত্মহত্যা করেছে বিষয়টি জানা যায়নি। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট