চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সিএমপির আরও তিন থানায় নতুন ওসি

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১৯ অপরাহ্ণ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী, ডবলমুরিং ও পাহাড়তলী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। রবিবার (১৫ সেপ্টেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়।

 

অফিস আদেশে বলা হয়েছে, সিএমপির বিশেষ শাখার পরিদর্শক আরিফুর রহমানকে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পদায়ন করা হয়েছে। আর বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহাকে সিএমপির কাউন্টার টেরিরিজম ইউনিটের পরিদর্শক পদে বদলি করা হয়েছে। এ ছাড়া সিএমপির পরিদর্শক রফিক আহমদকে ডবলমুরিং ও বাবুল আজাদকে পাহাড়তলী থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।

 

এর আগে, গত ৯ সেপ্টেম্বর পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে সিএমপির ১৩ থানার ওসি একযোগে বদলি করা হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট