চট্টগ্রাম বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪

কোটাবিরোধীদের পক্ষ নিয়ে চুয়েট ছাত্রলীগের সহ-সভাপতির পদত্যাগ

রাউজান সংবাদদাতা

১৭ জুলাই, ২০২৪ | ১:৫৩ অপরাহ্ণ

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের পক্ষ নিয়ে পদত্যাগ করেছেন চুয়েট ছাত্রলীগের সহ-সভাপতি সাদ বিন মোস্তাফা। মঙ্গলবার (১৬ জুলাই) গভীর রাতে ফেসবুকে পোস্ট দিয়ে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন।

 

ফেসবুক পোস্টে চলমান কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে সাদ লিখেন, আমি সাদ বিন মোস্তফা, চলমান কোটা সংস্কার আন্দোলনে পূর্ণ সমর্থন এবং আমার ভাই ও বোনদের উপর কাপুরুষোচিত ও পৈশাচিক হামলার প্রতিবাদ জানিয়ে সজ্ঞানে ও স্বেচ্ছায় বাংলাদেশ ছাত্রলীগ, চুয়েট শাখার সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি নিচ্ছি। লাশের ভার বহন করা আমার পক্ষে সম্ভব না।

 

এর আগে গত ২৬ জুন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এক বছরের জন্য চুয়েট ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়। কমিটি গঠনের মাত্র ৩ সপ্তাহের মাথায় কোটা আন্দোলন ইস্যুতে পদত্যাগের ঘোষণা দিলেন সাদ বিন মোস্তাফা।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট