পথচারীকে ছুরি দেখিয়ে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মো. বেলাল প্রকাশ রুবেল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে একটি ছুরিসহ তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির।
তিনি জানান, গ্রেপ্তার রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে শাহ আমানত সেতু সংযোগ সড়ক এলাকায় হামিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ছুরির ভয় দেখিয়ে মোবাইল ও মানিব্যাগে থাকা ৩২০০ টাকা ছিনিয়ে নেন রুবেল।
পরে ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে মামলা নিয়ে অভিযান চালিয়ে রুবেলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া ভুক্তভোগীর মোবাইল ও ১২০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার রুবেলকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।
পূর্বকোণ/জেইউ/এএইচ