চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

দ্রুতগতিতে চলছে সিটি বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজ

নিজস্ব প্রতিবেদক

১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:১৯ অপরাহ্ণ

সিটি বাস টার্মিনাল নির্মাণ প্রকল্পের মাটি ভরাটের কাজ শেষ হওয়ার  পথে। এখন শুরু হবে ইয়ার্ড ডেভলপমেন্ট ওয়ার্ক। ইয়ার্ড ডেভলপমেন্ট ও টার্মিনাল ভবন নির্মাণ কাজের টেন্ডারও আহ্বান করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রকল্প কাজ বুঝিয়ে দেয়ার সর্বাত্মক প্রক্রিয়া চলছে। সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী জানান, সিটি বাস টার্মিনালের মাটি ভরাট কাজ ৭৫ ভাগ শেষ হয়েছে। প্রকল্পের মুখে একটি  গার্মেন্টস কারখানা  রয়েছে তারা কিছু দিন সময় চেয়েছেন সেজন্য কিছুটা বিলম্ব হচ্ছে। অবশ্য যথাসময়ে প্রকল্প কাজ সম্পন্ন হয়ে যাবে। 

 

এদিকে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম জানান,  প্রকল্পের মাটি ভরাটের পাশাপাশি  ইয়ার্ড ডেভলপমেন্টের ( ড্রেন ও সড়ক নির্মাণ) টেন্ডার আহ্বান করা হয়েছে।  এছাড়া  স্টিল স্ট্রাকচারের টার্মিনাল ভবন নির্মাণেরও টেন্ডার আহ্বান করা হয়েছে। জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসন জুন মাসে টার্মিনালের জন্য অধিগ্রহণকৃত জমি বুঝিয়ে  দেয়ার এরপর পরই দুই ঠিকাদারী প্রতিষ্ঠান প্রকল্পের ৮.১৬ একর জমির মাটি ভরাট কাজ শুরু করে। সাড়ে তিন কোটি টাকা ব্যয়ের মাটি ভরাট কাজ আগস্ট মাসের মধ্যে সম্পন্ন হওয়ার কথা থাকলেও চলতি সেপ্টেম্বর মাসে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।  নভেম্বরের মধ্যে রোড ও ড্রেন নির্মাণ কাজ শেষ করে ডিসেম্বরে প্রকল্প কাজ সম্পন্ন করা হবে।

 

উল্লেখ্য, জালালাবাদ ওয়ার্ডের কুলগাঁও এলাকায় নির্মাণ করা হচ্ছে সিটি বাস টার্মিনাল। নগরীর মাস্টার প্ল্যানে নগর উন্নয়নে কুলগাঁও এলাকায় ২৮ একর জমি চিহ্নিত করে রাখা হয়। এরমধ্যে ৮.১০ একর জমিতে উত্তর চট্টগ্রামের ১২টি রুটের বাসের জন্য সিটি বাস টার্মিনাল  প্রকল্পটি ২০১৮ সালের অক্টোবরে অনুমোদন হয়। প্রায় ২৯৭ কোটি টাকা ব্যয়ে নগরীর কুলগাঁওয়ের বালু ছড়ায় প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণের ব্যয় ধরা হয় ২৬০ কোটি ৫ লাখ ৫ হাজার টাকা, জমি উন্নয়ন ব্যয় ৩ কোটি ৩৭ লাখ ৩৯ হাজার টাকা, বাস-ট্রাক টার্মিনালের অবকাঠামো উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৫০ লাখ টাকা, ড্রেনেজ ব্যবস্থাসহ ইয়ার্ড নির্মাণে ব্যয় হবে ২৫ কোটি টাকা। প্রকল্প বাস্তবায়ন করা হবে কয়েকটি ধাপে। সর্বশেষ নির্মাণ করা হবে বাণিজ্যিক ভবন। চারতলা বিশিষ্ট ওই ভবনে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা। এরমধ্যে প্রথম তলায় সিটি বাস টার্মিনাল, ২৫টি যাত্রী ওঠার লেন, ১৪টি নামার ও অপেক্ষার লেন, ছাদযুক্ত বৃহদাকার খোলা হলরুম এবং তথ্য কেন্দ্র। থাকবে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ওয়াশ রুম।

 

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট