চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

হাটহাজারী সংবাদদাতা

৩০ অক্টোবর, ২০২৪ | ৪:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার (৩০ অক্টোবর) উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

 

তিনি জানান, বাজারে মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে সতর্ক করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট