চট্টগ্রাম শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪

আনোয়ারায় স্বেচ্ছাসেবক দলের পথসভা

আনোয়ারা সংবাদদাতা

২৯ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে পথসভার আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।

 

রবিবার সন্ধ্যায় বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী।

 

এ সময় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার,সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহব্বায় ইকবাল হায়দার চৌধুরী, যুগ্ম আহবায়ক, মাসুদ সিকদার, তৌহিদুল আলম তৌহিদ, আনোয়ারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. নঈম উদ্দিন চৌধুরী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আতিকুর রহমান আতিকসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট