চট্টগ্রাম বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪

শিকলবন্দী অবস্থায় অপহৃত দুই যুবক উদ্ধার, গ্রেপ্তার ১

টেকনাফ সংবাদদাতা

১১ ডিসেম্বর, ২০২৩ | ১০:৪৬ অপরাহ্ণ

তথ্যপ্রযুক্তির সহায়তায় ৮ ঘণ্টার অভিযানে অপহৃত দুই যুবককে শিকলবন্দী অবস্থায় উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ। এ সময় ওমর ফারুক (২২) নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

 

সোমবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রাজারছড়া জাগির আহমদের বসতঘর থেকে তাদের উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তার অপহরণকারী ওমর ফারুক টেকনাফ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড ডেইলপাড়া বশির আহমদের ছেলে।

 

উদ্ধাররা হলেন, উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মালভিটা গ্রামের বাসিন্দা মো. ইদ্রিসের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৫) ও শিকদার বিল ৫ নম্বর ওয়ার্ড মঞ্জুর আলমের ছেলে নুরুল আমিন (২৫)।

 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ টিম ৮ ঘণ্টা অভিযান চালিয়ে বসতঘর থেকে শিকলবন্দী অবস্থায় ভুক্তভোগীদের উদ্ধার করে। এ সময় অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিকভাবে জানা যায় মাদক ক্রয়-বিক্রয়ের লেনদেন এবং মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে ভুক্তভোগীদের অপহরণ করে। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট