চট্টগ্রাম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় বসতঘরে দুর্বৃত্তদের হামলা, থানায় অভিযোগ

আনোয়ারা সংবাদদাতা

১০ ডিসেম্বর, ২০২৩ | ৭:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় একটি বাড়িতে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

 

রবিবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় উপজেলার বটতলী ১ নম্বর ওয়ার্ডের দোভাষীর বাড়িতে অর্ধশতাধিক দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন উপজেলার বটতলী এলাকার মোহাম্মদ মামুন নামে এক ব্যক্তি।

 

বাদী মোহাম্মদ মামুন বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে চট্টগ্রাম অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা বিচারাধীন রয়েছে। রবিবার ভোরে আসামিরা ওই জমি দখল করতে আসলে আমি তাদের বাধা দেই। এ সময় তারা আমার ওপর হামলা করে।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, ভূমি দখলের অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। আদালতের রায় ছাড়া কাউকে ওই জমি দখল করতে দেওয়া হবে না।

 

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট