চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাজাখালীতে সোনালী লাইফের লক্ষাধিক টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর

বিজ্ঞপ্তি

১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৫৭ অপরাহ্ণ

পেকুয়ার রাজাখালীতে সোনালী লাইফ ইন্সুরেন্স কোম্পানির মৃত্যুদাবি চেক প্রদান অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) মাতবরপাড়ার হাজী মার্কেটে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সোনালী লাইফের গ্রাহক কহিনুর আকতারের মৃত্যুতে তার পরিবারের সদস্যদের হাতে ১ লাখ ৮ হাজার টাকার মৃত্যুদাবির চেক তুলে দেন প্রধান অতিথি সোনালী লাইফ ইনস্যুরেন্সের এসএম তামজিদুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন সোনালী লাইফের বিএম মিজানুর রহমান, ইউএম আলী হোছাইন, এফএ মো. জাহেদুল ইসলাম ও মহিলা ইউপি সদস্য ছেনুয়ারা বেগম।

মাহফিলে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রাজাখালী বিইউআই ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ছাবের আহমদ।

উল্লেখ্য, সোনালী লাইফের রাজাখালী মেট্রোর কর্মী মো. জাহেদুল ইসলামের মাধ্যমে ১ হাজার টাকা দিয়ে ডিপিএস শুরু করেন কহিনুর আকতার। কিন্তু গত ২৫ মে তিনি মারা যান। তার এই অকাল মৃত্যুর পর সব কাগজপত্র জমা দেওয়ায় কোম্পানির নিয়ম অনুযায়ী তার পরিবারের সদস্যদের ১ লাখ ৮ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট