চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মোটরসাইকেলের ধাক্কায় ফায়ার সার্ভিস কর্মী গুরুতর আহত

রাউজান সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৩৭ অপরাহ্ণ

মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছে চট্টগ্রাম রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের এক কর্মী। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহা সড়কের রাউজান বেরুলিয়া- মুন্সিরঘাটার মাঝামাঝি স্থানে এ দুঘর্টনা ঘটে।

 

আহত ফায়ার সার্ভিসের কর্মীর নাম ওমর ফারুক (২৪)। তার বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দ এলাকায়।

 

রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্সের ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফারুক চা খাওয়ার জন্য রাস্তা পার হয়ে পূর্বদিকে যাচ্ছিল। এ সময় পশ্চিম দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এরপর তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। মোটরসাইকেলটি আটক করা হয়েছে।

 

রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডা. ফরহাদ বলেন, আহত ব্যক্তির অবস্থা গুরুতর, সেজন্য তাকে চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট