চট্টগ্রাম মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

পটিয়া সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় রিপন মল্লিক (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের মহাজনদীঘি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবক বড়লিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়ির মৃত মিনাল কান্তি মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে নিখোঁজ হয় রিপন মল্লিক। শনিবার ভোরে লোকজন পুকুরে তার লাশ ভাসতে দেখে। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। তার শরীরে ক্ষতের চিহৃ রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, রিপন মল্লিক ব্রেন স্ট্রোকে মারা গেছে বলে পরিবারের পক্ষ জানানো হয়েছে। এ কারণে লাশের ময়নাতদন্ত বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।

পূর্বকোণ/রবিউল/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট