চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে খাগড়াছড়িতে অনলাইন কার্যক্রম উদ্বোধন 

খাগড়াছড়ি প্রতিনিধি

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:০৪ অপরাহ্ণ

খাগড়াছড়িতে অনলাইনে স্থানীয় বাসিন্দা সনদ, উত্তরাধিকার সনদ ও বিদেশি নাগরিকদের ভ্রমণ অনুমতি প্রদানে অনলাইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম । খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আজ শুক্রবার বিকেল ৪টায় এক সভা অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রাধন অতিথি বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম বলেন , পাহাড়ে অনলাইন কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে এখানকার সাধারণ মানুষ জেলা প্রশাসনের সেবা সহজে নিতে পারবে । তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ করছেন এতে এখানকার জনপদের মানুষের সহযোগিতা কামনা করেন । স্থায়ী বাসিন্দা সদন, ওয়ারিশন কিংবা উত্তরাধিকার সনদ ও বিদেশি পর্যটকদের সহজে ভ্রমনে অনুমতি পাওয়ার জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসন এ কার্যক্রম চালু করে। আজ থেকে এ যাত্রা শুরু করা হয় । অনুষ্ঠানে জেলার সকল ইউএনও, বিভাগীয় সরকারি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট