চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পাহাড় কেটে লামার ৪ ইটভাটা গুনল সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

লামা-আলীকদম সংবাদদাতা

১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:৪৮ অপরাহ্ণ

বান্দরবানের লামায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে চারটি ইটভাটাকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার ফাইতং ইউনিয়নের পাগলীরছড়া এলাকায় বিভিন্ন ইটভাটায় এ অভিযান চালানো হয়।

 

লামা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ এর-খ ধারায় উপজেলার মোট ৪টি ইটের ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এ সময় উপজেলার ফাইতং ইউনিয়নের বিএমডব্লিউ ব্রিকসের প্রোপাইটর মো. নুরুল আমিনকে ৮০ হাজার টাকা, ইউবিএম ব্রিকসের প্রোপাইটর মুজিবুল কবির চৌধুরীকে ৮০ হাজার টাকা, ফোর বিএমের প্রোপাইটর মো. খায়ের উদ্দিন মাস্টারকে ১ লাখ টাকা এবং ওয়াই এমবি’র প্রোপাইটর শওকত ওসমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম আরো বলেন, ৪টি ইটভাটাকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় রক্ষায় জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। উপজেলা প্রশাসন লামা এ নির্দেশনা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতায় প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তবে প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি পরিবেশ রক্ষায় সকল নাগরিককে সচেতন হতে হবে। অন্যথায় অদূর ভবিষ্যতে আমরা পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি পড়বো।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট