হিজরি নতুন বছর শুরু হলো আজ। হিজরি সনের প্রথম মাস মহররমের প্রথম দিনটি হিজরি নববর্ষ হিসেবেই পালিত হয়। এই মহররমকে ‘শাহরুল্লাহ’ বা আল্লাহর মাস বলেও বিশেষভাবে অভিহিত করা হয়।
কীভাবে হিজরি সন প্রবর্তন হলো তার প্রেক্ষাপট জানাও জরুরি। ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক (রা.) এর সময় ইসলামি খেলাফত পুরো আরব ভূখণ্ডে-বিস্তৃত হয়। তখন সর্বজনীন কোনো সন না থাকায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় বিঘ্ন ঘটে। ওইসময় শীর্ষস্থানীয় সাহাবীদের পরামর্শে একটি নূতন সন চালুর সিদ্ধান্ত নেন খলিফা হযরত ওমর (রা)। হিজরতের ১৬ বছর পর ১০ জমাদিউল আউয়াল ৬৩৮ খ্রিষ্টাব্দে হিজরি সন প্রবর্তনের ঐতিহাসিক সিদ্ধান্ত নেন খলিফা হযরত ওমর (রা.)। মহানবীর (স.) মদিনা শরিফে হিজরতকে মহিমান্বিত করে রাখতে হিজরত থেকেই হিজরি শব্দটি এসেছে।
হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে এবারও হিজরি নববর্ষ ১৪৪৭ বরণে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। হামদ, না’তে রাসুল (স.), গজল, মাইজভাণ্ডারী মরমী সঙ্গীতসহ নানা সঙ্গীত পরিবেশনের মাধ্যমে হিজরি নতুন বছরকে বরণ করে নেবেন বিভিন্ন ইসলামী সাংস্কৃতিক সংগঠনের শায়ের ও শিল্পীগণ।
পূর্বকোণ/ইবনুর