চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

আজ দেশে ফিরছেন সাড়ে ৩ হাজারের বেশি হাজি
ফাইল ছবি

আজ দেশে ফিরছেন সাড়ে ৩ হাজারের বেশি হাজি

অনলাইন ডেস্ক

১১ জুন, ২০২৫ | ৯:৪১ অপরাহ্ণ

পবিত্র হজ পালন শেষে আজ বুধবার (১১ জুন) বাংলাদেশ বিমানসহ পরিচালিত ১১টি ফ্লাইটে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে ফিরছেন।

 

বাংলাদেশ বিমানের মুখপাত্র রওশন কবীর সংবাদ মাধ্যমকে এই তথ্য জানান।

বাংলাদেশ বিমান সূত্র জানায়, বুধবার সকাল ৫টা ৫০ এবং বেলা ১০টা ৫০ মিনিটে হাজিদের নিয়ে বাংলাদেশ বিমানের ২টি ফ্লাইট শাহজালালে অবতরণ করে। সৌদি এয়ারলাইন্সের ৫টি ফ্লাইট এবং ফ্লাইনাস এয়ারের ৪টি ফ্লাইটসহ।মোট ১১টি ফ্লাইটে সাড়ে ৩ হাজারের বেশি হাজি দেশে আসবেন।

প্রসঙ্গত, ১০ জুলাই পর্যন্ত চলবে ফিরতি হজের ফ্লাইট। বাংলাদেশ থেকে এ বছর ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেছেন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হজ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দিয়েছে এবং ৪৬২ জনকে আইন ভঙ্গ করায় গ্রেপ্তার করেছে।

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৮৮ বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল, শেষ ফ্লাইট ছিল ৩১ মে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট