সৌদি আরবে হজ পালন করতে গিয়ে মক্কায় আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ উল্লাপাড়া মডেলের গোলাম মোস্তফা। তার পাসপোর্ট নম্বর- এ ০৮৬২৫৫৬১ ও অপরজন সাদুল্লাপুর গাইবান্ধার এ টি এম খায়রুল বাসার মণ্ডল। তার পাসপোর্ট নম্বর- এ ১৭৯১৫৮৮৩ ।
আজ বুধবার (১১ জুন) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিস বিষয়টি নিশ্চিত করেছে।
হজ অফিস সূত্র জানায়, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে মারা গেছেন ২২ বাংলাদেশি। এর মধ্যে মক্কায় ১৪ জন ও মদিনায় ৭ এবং আরাফায় ১ জনের মৃত্যু হয়েছে।তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন মহিলা। এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন আরও ২১ জন বাংলাদেশি হাজি।
হজ শেষে প্রধান ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়েছে।চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত।
এখন পর্যন্ত ৪ হাজার ৪০৮ জন বাংলাদেশে পৌঁছেছেন।এর মধ্যে সরকারি ব্যবস্হাপনায় ৪১৯ জন ও বেসরকারি ব্যবস্হােনায় পৌঁছেন ৩ হাজার ৯৮৯ জন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন (ব্যবস্হাপনা সদস্য সহ) হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন।
পূর্বকোণ/এএইচ