ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় আরও নৃশংস হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইসরায়েলি হামলায় ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানীসহ একাধিক সিনিয়র সামরিক কমান্ডার নিহত হয়েছে।
শুক্রবার (১৩ জুন) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সতর্ক করে লিখেছেন, ইরানের ওপর পরবর্তী হামলা আরও ভয়াবহ হবে। তাই সবকিছু হারানোর আগে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রাম্প বলেন, সবকিছু হারানোর আগে ইরানকে অবশ্যই একটি চুক্তি করতে হবে। বেশি দেরি হওয়ার আগেই এটি করে ফেলুন।
আরেকটি পোস্টে ট্রাম্প বলেন, ইরানের দ্বিতীয় একটি সুযোগ আছে। দুই মাস আগে তেহেরানকে চুক্তি করার জন্য ৬০ দিন সময় দেয়া হয়েছিল। সে সময়ে বলেছিলাম তাদের কী করতে হবে। কিন্তু তারা (ইরান) তাতে সাড়া দেয়নি। এখনও তাদের দ্বিতীয় সুযোগটি রয়েছে।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কি রুবিও বলেছেন, ইসরায়েলি হামলার পেছনে যুক্তরাষ্ট্রের কোনো সংশ্লিষ্টতা নেই। এজন্য তিনি মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা অথবা সেনাদের লক্ষ্যবস্তু না করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে তেহেরান বলছে, এ ঘটনার জন্য অবশ্যই ওয়াশিংটন দায়ী।
ইসরায়েলির হামলার প্রতিবাদে ইরানও পাল্টা হামলার প্রতিশ্রুতি দিয়েছে। শুক্রবার (১৩ জুন) ভোরে ইসরায়েলের হামলার পর ইরানও দেশটির অভ্যন্তরে ১০০টি ড্রোন হামলা চালিয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ