চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

একদিনে মিয়ানমারে ৪ বার ভূমিকম্প

অনলাইন ডেস্ক

১০ জুন, ২০২৫ | ২:৩৩ অপরাহ্ণ

বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে মাত্র নয় ঘণ্টার ব্যবধানে অন্তত চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার রাত ৩টা থেকে দুপুর সাড়ে ১১টার মধ্যে এসব ভূকম্পন ঘটে। ভূমিকম্পগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৮ থেকে ৪ দশমিক ৩-এর মধ্যে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি হয় বাংলাদেশ সময় রাত ৩টা ১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের শান রাজ্যের নানসাং শহর থেকে ২১৮ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে।

দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে ভোর ৫টা ৩১ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের দিব্রুগড় থেকে ২৭৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৮।

এরপর আরও দুটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। তৃতীয়টি হয় বাংলাদেশ সময় দুপুর ১১টা ২৮ মিনিটে, যার উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্য থেকে ১৫৩ কিলোমিটার দূরে। এতে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ১।

চতুর্থ ও শেষ ভূমিকম্পটি আঘাত হানে বেলা ১১টা ৫১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মণিপুর থেকে ১৬৩ কিলোমিটার দূরে।

সব কয়টি ভূমিকম্পই সীমান্তবর্তী অঞ্চলে হওয়ায় বাংলাদেশে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূকম্পন বিশেষজ্ঞরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট