চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েন হচ্ছে
ডিটেনশন সেন্টার ভবনটি থেকে বিক্ষোভকারীদের দূরে রাখতে ন্যাশনাল গার্ড বাহিনীর সদস্যরা সেখানে একটি মানব দেয়াল তৈরি করেছে। ছবি: রয়টার্স

বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে মেরিন সেনা মোতায়েন হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

১০ জুন, ২০২৫ | ১২:১৬ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে বিক্ষোভ দমনে ট্রাম্প প্রশাসনের নির্দেশে অস্থায়ীভাবে প্রায় ৭০০ মেরিনা সেনা মোতায়েন করা হয়েছে। দেশটির ন্যাশনাল গার্ডের আরও সেনা না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্রে অন্যতম বৃহত্তম শহরটিতে এসব মেরিন সেনা মোতায়েন থাকবে।

 

স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, লস অ্যাঞ্জেলেসে ফেডারেল ভবন ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ৭০০ মেরিন সেনা সক্রিয় করা হচ্ছে। এর একদিন আগেই ট্রাম্প সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন।

 

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম সন্দেহভাজন অভিবাসন নীতি লঙ্ঘনকারীদের আটক করতে আরও অভিযান চালানোর প্রতিশ্রুতি দেন, এতে অভিযান আরও বিস্তৃত হলে বিক্ষোভ আরও উস্কে উঠে।

 

ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এই প্রতিবাদকে বেআইনি বলে চিহ্নিত করেছেন। তারা বিক্ষোভ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া অনুমোদন করার জন্য অঙ্গরাজ্যটির ও লস অ্যাঞ্জেলেসের স্থানীয় ডেমোক্র্যাটদের দায়ী করেছেন। এসব ডেমোক্র্যাটরা শহরগুলোতে অবৈধ অভিবাসীদের অভয়ারণ্য গড়ে তুলে তাদের সুরক্ষা দিচ্ছেন বলে অভিযোগ ট্রাম্পের কর্মকর্তাদের।

 

রয়টার্স লিখেছে, সামরিক বাহিনী ও ফেডারেল এনফোর্সমেন্টের এসব অভিযানে যুক্তরাষ্ট্রের প্রধান দু’টি রাজনৈতিক দলের মধ্যে মেরুকরণে আরও তীব্র হয়েছে। রিপাবলিকান ট্রাম্প ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক গভর্নর গ্যাভিন নিউজমকে ফেডারেল দমন অভিযানে বাধা দেওয়ার জন্য গ্রেপ্তারের হুমকি দিয়েছেন।

 

আর সোমবার ক্যালিফোর্নিয়া ন্যাশনাল গার্ড ও মেরিন সেনাদের মোতায়েন আটকাকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য সরকার বলছে, এসব মোতায়েনে অঙ্গরাজ্যের সার্বভৌমত্বের ও ফেডারেল আইনের লঙ্ঘন ঘটছে।

 

মার্কিন সেনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সেনেটর জ্যাক রিড বলেছেন, ট্রাম্প মেরিনা সেনাদের মোতায়েন করায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’।

 

তিনি বলেছেন, প্রেসিডেন্ট গভর্নর ও মেয়রের কর্তৃত্ব জোরপূর্বক অগ্রাহ্য করছেন এবং সামরিক বাহিনীকে একটি রাজনৈতি হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। এই নজিরবিহীন পদক্ষেপ একটি উত্তেজনাকর পরিস্থিতিকে জাতীয় সংকটে পরিণত করার হুমকি তৈরি করছে।

 

আমাদের দেশের প্রতিষ্ঠার পর থেকে আমেরিকার জনগণ পুরোপুরি পরিষ্কার হয়েছে: আমরা চাই না সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের মাটিতে আইন প্রয়োগকারী হিসেবে ভূমিকাপালন করুক।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট