চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কোতোয়ালীতে ৯ তলা ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক

১৬ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৫১ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালী থানার পাথরঘাটা এলাকায় ৯ তলা ভবনের ছাদ থেকে পড়ে সুমন বড়ুয়া (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরের দিকে ব্রিকফিল্ড রোড এলাকার এখলাস রিভাইভাল নামক ভবনে এ দুর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আমিনা বেগম।
মারা যাওয়া সুমন বড়ুয়া ফটিকছড়ির জাহানপুর কোঠেরপাড় গ্রামের মৃত সুকুমল বড়ুয়ার ছেলে। তিনি নগরের আছদগঞ্জের ব্যবসায়ী।
এখলাস রিভাইভাল নামক ওই ভবনের একজন বাসিন্দা সাংবাদিকদের বলেন, ‘আজ বন্ধের দিন হওয়ায় বাসার ম্যাট্রেস রোদে দিতে সুমন দাদা ছাদে গিয়েছিল। হঠাৎ পা পিছলে তিনি ৯ তলা থেকে ভবনের নিচের খালি অংশে পড়ে যান। সাথে সাথেই তার মাথা থেতলে যায় এবং ফুসফুস ফেটে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট