চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

উত্তর পাহাড়তলীতে অভিযানে গিয়ে পাহাড় কাটার সত্যতা পেল ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক

১৫ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম মহানগরীর উত্তর পাহাড়তলীতে পাহাড় কাটার সংবাদে অভিযানে গিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে ম্যাজিস্ট্রেট। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইউছুফ হাসান।

 

অভিযানে গিয়ে দেখা যায় টিন দিয়ে পাহাড়ের একাংশ ঘিরে আড়াল করে পাহাড় কাটছিলো একটি চক্র। স্থানীয়দের অভিযোগ গতকাল শনিবার রাতে পাহাড় কেটে মাটি সরানোর চেষ্টা করা হচ্ছিল। তবে ঘটনাস্থলে দোষীদের কাউকে না পাওয়ায় পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিকে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এর জন্য বলা হয়। এসময় টিনের অবৈধ বাউন্ডারি খুলে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এর জিম্মায় দেয়া হয়।

 

পরবর্তীতে একই এলাকার উত্তর লেকসিটিতে গিয়ে দেখা যায় পাহাড়ের উপরে টিনের তৈরি কয়েকটি অস্থায়ী ঘর রয়েছে। অবৈধভাবে তৈরি সেই ঘরগুলো নিজেরা অপসারণ করবে বলায় পরদিন সকাল পর্যন্ত সময় প্রদান করা হয়।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট