চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

‘যারাই সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চায় তাদের দমন করতে হবে’

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২৪ | ৮:৪৪ অপরাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান পেয়ারুল ইসলাম বলেন, রথযাত্রায় সকল ধর্মের মানুষের মিলনমেলা প্রমাণ করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট। এই বন্ধন কেউ ছিন্ন করতে পারবে না। যেসব অপশক্তি সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চেষ্টা করে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এদেশ আমার আপনার সবার, সব ধর্মের মানুষের, সকল বর্ণের।

 

সোমবার (১৫ জুলাই) বিকেলে নগরের সিনেমা প্যালেস মোড় থেকে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের উদ্যোগে আয়োজিত উল্টো রথযাত্রা অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি একথা বলেন। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি চিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, আর্শীবাদক ছিলেন শ্রীপাদ কৃষ্ণ গোপাল দাস ব্রহ্মচারী। বিশেষ আলোচক ছিলেন শ্রী শ্রী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। প্রধান বক্তা ছিলেন ভারতের বৃন্দাবন থেকে আগত ভাগবত পাঠক মুক্তিদাতা চৈতন্য দাস ব্রহ্মচারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চসিক কাউন্সিলর নীলু নাগ, মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন তালুকদার, চট্টগ্রাম মহানগর পূজা কমিটির সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্য প্রমুখ।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট