চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে রেস্টুরেন্টের সাড়ে ৫ লাখ টাকা চুরি, সেই কর্মচারী ধরা

নিজস্ব প্রতিবেদক

১২ জুলাই, ২০২৪ | ৫:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কাজীর দেউরির একটি রেস্টুরেন্ট থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা চুরির ঘটনায় কর্মচারী মো. নাছির উদ্দিনকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১২ জুলাই) ভোরে কক্সবাজার সদরের জেল রোড থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে চুরি যাওয়া এক লাখ ১৬ হাজার টাকা, ২ লাখ টাকার ৩টি ব্যাংক ডিপোজিট স্লিপ ও ১টি মোবাইল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার সাইফ পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মৌলানা মনির আহমদের বাড়ির হারুনুর রশিদের ছেলে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় সাইফ কৌশলে রেস্টুরেন্টটির ক্যাশের চাবি সংগ্রহ করে। পরে ক্যাশ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। ওইদিন রাতেই রেস্টুরেন্টটির মালিক মো. সোহাগ খান বাদী হয়ে কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এতে কর্মচারী নাছিরকে আসামি করা হয়।

পরে অভিযান পরিচালনা করে কক্সবাজার থেকে সাইফকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক। তিনি বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট