চট্টগ্রাম মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

দুদক কর্মকর্তা শ‌হিদুল্লা‌হর বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নিলেন বাদী

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩ | ৫:০০ অপরাহ্ণ

চট্টগ্রামে পুলিশ হেফাজতে মারা যাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর (৬৪) বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিলেন মামলার বাদী তা‌নিয়া।

 

সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম তানিয়ার বক্তব্য শুনে মামলাটি প্রত্যাহারের আদেশ দেন।

 

জানা গেছে, মারা যাওয়া দুদক কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীর নাম রনি আক্তার তানিয়া (২৬)। তানিয়া বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের মোহাম্মদ হাশেমের মেয়ে। তিনি নগরীর এক কিলোমিটার এলাকায় বসবাস করেন। এর আগে তিনি দুদুক কর্মকর্তা শহীদুল্লাহর ঘরে গৃহকর্মী ছিলেন দাবি করে এ মামলা করেন।

 

সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ নগরীর চান্দগাঁও থানার এক কিলোমিটার মহুরি বাড়ি এলাকার পৈত্রিক বাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি সর্বশেষ চট্টগ্রামের দুদকের সমন্বিত জেলা কার্যালয়-২-এ উপপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ২০০৭ সালের ১২ জুলাই তিনি অবসর গ্রহণ করেন।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট