চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বোয়ালখালীতে তালা ভেঙ্গে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

বোয়ালখালীতে তালা ভেঙ্গে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি

বোয়ালখালী সংবাদদাতা

১৭ অক্টোবর, ২০২৫ | ৭:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে এক প্রবাসীর ঘরের তালা ভেঙে নগদ টাকা, স্বর্ণের গয়না ও তিনটি মোবাইল সেট নিয়ে গেছে চোরের দল। এত প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী পরিবারের।

 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৪ নাম্বার ওয়ার্ডের দুবাই প্রবাসী নুরুল হুদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।

 

এ সময় পরিবারের সদস্যরা এক আত্মীয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ছিলেন। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে বাড়ি ফিরে এ ঘটনা জানতে পারেন তারা।

 

পরিবারটির সদস্য শাহনাজ বেগম বলেন, বৃহস্পতিবার ৭টার দিকে ঘরে তালা দিয়ে বের হয়েছিলাম। শুক্রবার ভোরে এসে দেখি এ ঘটনা। চোরেরা ঘরের দুইটি আলমিরা ভেঙে নগদ ৭০ হাজার টাকা, এক ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের দুল, তিনটি মোবাইল (আনুমানিক ২ লাখ ২০ হাজার টাকা) ও জরুরি কিছু কাগজ নিয়ে গেছে। এছাড়া ঘরের সিসি ক্যামেরার ডিভাইস খুলে নিয়েছে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট