চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ

হাটহাজারীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

হাটহাজারী সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০২৪ | ৮:০০ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) তাদের চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হল- মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকার মৃত নুরুল আফছারের ছেলে ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল মতিন প্রকাশ রুবেল (৩০) এবং ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের মো. নুরুল আলমের ছেলে ও হাটহাজারী উপজেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য মো. ইব্রাহিম রানা (৩১)।

 

বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান।

 

গত রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ হাটহাজারী পৌরসভা ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায়, পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আবুল হাসেম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত একটি মামলায়, ২ নম্বর ধলই ইউনিয়ন ছাত্রলীগ (নিষিদ্ধ সংগঠন) সদস্য ধলই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম ধলই এলাকার আহাম্মদ সাফার ছেলে মো. ওয়াহিদুল আলম একই ঘটনায় ২ মামলায়, ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চারিয়া কালা গাজী বাড়ির মৃত গাজী সালেহ আহম্মদের ছেলে গাজী মো. আলী হাসানকে একই ঘটনায় ৩ মামলায় গ্রেপ্তার করা হয়।

 

পূর্বকোণ/খোরশেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট