চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে ৪ ব্যবসায়ীকে অর্থদণ্ড

হাটহাজারী সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৪ | ৬:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চারিয়া, নয়াহাট বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় চার দোকানিকে সাড়ে ৩ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।

 

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার চারিয়া নয়াহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

 

তিনি বলেন, মূল্য তালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৪ দোকানিকে সাড়ে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় তিনি সকল পণ্য বিক্রেতাকে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির পেছনে জড়িত ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেয়া হয়।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট