চট্টগ্রাম শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

রাউজান সংবাদদাতা

২৬ অক্টোবর, ২০২৪ | ৪:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ছখিনা খাতুন (৫৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ছখিনা খাতুন উপজেলার মঙ্গলখালী গ্রামের গুড়া মিয়া মুন্সির বাড়ির ওমানফেরৎ আবু তাহেরের স্ত্রী

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহতের দেবরের মেয়ে নুসরাত তাসিন আইমন বলেন, সকাল সাড়ে ১১টায় চাচিমার সাড়াশব্দ না পেয়ে তার রুমে দেখতে যাই। দরজা আটকানো থাকলেও ভেতর থেকে হুক মারা ছিল না। দরজা খুলে দেখি চাচিমা সিলিং ফ্যানের রডের সাথে ওড়না দিয়ে ঝুলে আছে। এরপর পরিবারের সবাইকে ডাকি। এরপর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের মা হাছিনা বেগম ও ছোট বোনের জামাই মনছুর আলম বলেন, ছখিনা খাতুনের স্বামী আবু তাহের দেড়মাস আগে অসুস্থ শরীর নিয়ে ওমান থেকে দেশে আসেন। একমাস চারদিন ধরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। স্বামীর অসুস্থতাসহ নানা কারণে তিনি ধার-কর্জ এবং এনজিওর ঋণগ্রস্ত ছিলেন। এসব মানসিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট