চট্টগ্রাম শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়ায় ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

চকরিয়া সংবাদদাতা

২৪ অক্টোবর, ২০২৪ | ৪:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় রাতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক বখাটের বিরুদ্ধে। বেলাল উদ্দিন ওই এলাকার শামসুদ্দিনের ছেলে।

 

মঙ্গলবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে খুটাখালী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড দক্ষিণ ফুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চকরিয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

 

এজাহার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নিজ বাড়িতে প্রতিবন্ধী স্বামীসহ ঘরে ঘুমিয়ে পড়েন গৃহবধূ। গভীর রাতে রান্নাঘরের দরজার হুক খুলে ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধরে বিবস্ত্র করে ধর্ষণ করার চেষ্টা করে বেলাল। গৃহবধূর চিৎকারে স্বামীর ঘুম ভেঙে গেলে স্বামী বখাটে বেলালকে ঝাপটে ধরে। এসময় স্থানীয় লোকজন জড়ো হলে উলঙ্গ অবস্থায় সে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন জানায়, বেলাল উদ্দিন একজন লম্পট ও বখাটে শ্রেণির লোক। এর আগেও সে ওই গৃহবধূকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে আসছে। এর জের ধরে গত মঙ্গলবার রাতে ভিকটিমের ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা করে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে থানায একটি এজাহার দায়ের করেছেন। তদন্তপূর্বক এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট