চট্টগ্রাম বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় ফিটনেসহীন গাড়ির চালককে অর্থদণ্ড

সাতকানিয়া সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২১ অপরাহ্ণ

বাস-ট্রাক চালকদের লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিট না থাকায় চট্টগ্রামের সাতকানিয়ায় ছয় মামলায় ৮ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কেরানিহাটে এই দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। পাশাপাশি পণ্যের মূল্য তালিকা না থাকায় একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম বলেন, নানা অপরাধে গাড়িচালক ও এক দোকানিকে সাত মামলায় ৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট