চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে পূজায় সব ধরনের নিরাপত্তা দিবে বিজিবি

কাপ্তাই সংবাদদাতা

২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:১০ অপরাহ্ণ

আসন্ন শারদীয় দূর্গাপুজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে কাপ্তাই ৪১-বিজিবির সাথে মতবিনিময় সভা করেছে কাপ্তাই পূজা উদযাপন পরিষদ।

 

ব্যাটালিয়নের সম্মেলন কক্ষে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে ঘণ্টাব্যাপী এই সভা করা হয়। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখা ও উপজেলার ৮টি পূজা মন্দিরের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করা হয়।

 

এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) পদাতিকের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া।  শারদীয় দূর্গা উৎসব যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য অধিনায়ক সব ধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

 

সভায় কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য ও সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু শারদীয় দূর্গা উৎসব যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেজন্য বিজিবি’র সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় ব্যাটালিয়ননের উপ-অধিনায়ক, মেডিকেল অফিসার, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও কাপ্তাই উপজেলা পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট