চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় টমটমের ধাক্কায় আহত শিশুর মৃত্যু

পেকুয়া সংবাদদাতা

২৪ সেপ্টেম্বর, ২০২৪ | ১০:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বিকেলে নাস্তা কিনতে গিয়ে রাস্তা পারাপারের সময় টমটমের (ব্যাটারিচালিত অটোরিকশা) ধাক্কায় আহত হয় শিশুটি।

 

নিহত মামুন সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সিকদার পাড়া এলাকার দুবাই প্রবাসী আব্দুল মন্নানের ছেলে।

 

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় এবিসি আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আরাফাতের দোকানের সামনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে পেকুয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, পেকুয়ায় গরু বোঝাই একটি টমটম তাকে ধাক্কা দেয়। ওই দুর্ঘটনায় প্রাণ গেল আব্দুল্লাহ আল মামুন নামে শিশুর।

 

ইউপি সদস্য এম শাহনেওয়াজ আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। শিশু মামুনের মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট