চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চকরিয়া

সালাহউদ্দিনের গণসংবর্ধনা শেষে হামলা, মামলায় চেয়ারম্যানসহ আসামি ৮০

চকরিয়া প্রতিনিধি

১ সেপ্টেম্বর, ২০২৪ | ৮:০৩ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের গণসংবর্ধনা শেষে ফেরার পথে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এতে তিন ইউনিয়নের চেয়ারম্যানসহ ৮০ জনকে আসামি করা হয়।

 

রবিবার (১ সেপ্টেম্বর) চকরিয়া থানায় মামলাটি করেন পেকুয়ার টৈটং ইউনিয়নের বাসিন্দা আবু বক্কর।

 

মামলার আসামি তিন চেয়ারম্যান হলেন- সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন, কোণাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক ও ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর। এছাড়া ৫০ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ২০-৩০ জন আসামি রয়েছে।

 

বাদী এজাহারে দাবি করেছেন, সংবর্ধনা শেষে পেকুয়ায় ফেরার পথে সাহারবিল ইউপি চেয়ারম্যানের বাড়ি নিকটে পৌঁছালে চেয়ারম্যান নবী হোছাইনের নেতৃত্বে হামলা চালানো হয়।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, সাহারবিলে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা ঘটনায় মামলা রুজু হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হবে।

 

গত ২৮ আগস্ট চকরিয়া পৌর বাসটার্মিনালে আয়োজিত বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে দেয়া গণসংবর্ধনা শেষে পেকুয়ায় ফেরার পথে সাহারবিল এলাকায় হামলা অন্তত ২০ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী আহত হয়।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট