চট্টগ্রাম শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় নিষিদ্ধ জাল পাতায় এক জেলেকে জরিমানা

সাতকানিয়া সংবাদদাতা

১৫ জুলাই, ২০২৪ | ৯:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় ১০০ মিটার নিষিদ্ধ বেহুন্দি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বেহুন্দি জাল পাতার দায়ে প্রবিত জলদাশ নামে এক জেলেকে ২০০ টাকা জরিমানা করা হয়।

 

সোমবার উপজেলা ও পৌরসদরের মধ্যম রামপুর ডলু নদীর তীরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

 

তিনি বলেন, নিষিদ্ধ বেহুন্দি জাল পেতে মাছ আহরণের দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় এক জেলেকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মাছ আহরণে ব্যবহৃত নিষিদ্ধ বেহুন্দি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

 

উল্লেখ্য, বর্ষা মৌসুমে খাল-বিলে নিষিদ্ধ বেহুন্দি, ভাসা জালসহ নানা ধরনের নিষিদ্ধ জাল পেতে মাছ আহরণের কারণে ছোট প্রজাতির নানা জাতের মাছ প্রায় বিলুপ্তির পথে।

 

 

পূর্বকোণ/খোকন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট