চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

মহেশখালী সংবাদদাতা

১৪ মে, ২০২৪ | ১২:২৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলা কালামারছড়ায় ১১ হাজার ভোল্টের লাইনের খুঁটিতে কাজ করার সময় বৈদ্যুতিক শর্ট লেগে রুপম (৪৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

 

আজ সোমবার (১৩ মে) রাত সাড়ে ১১টায় উপজেলার চালিয়াতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, বিদ্যুৎ সম্প্রসারণ লাইনের কাজ পরিদর্শনকালে ১১ হাজার লাইনের খুঁটির টানা তারের সাথে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত মেইb সুইচ বন্ধ না করায় হঠাৎ বিদ্যুৎ চলে আসলে শর্ট লেগে তার মৃত্যু হয়।

 

এ সময় তার সাথে থাকা বিদ্যুৎ বিভাগের স্টাফসহ স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডা. রাকিব তাকে মৃত ঘোষণা করেন।

 

রুপম ইলিশিয়া বিদ্যুৎ বিভাগের লাইনম্যান হিসাবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। এদিকে তার মৃত্যুতে এলাকায় চলছে শোকের মাতম।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট