চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিভক্ত কর্মী-সমর্থক, হাড্ডাহাড্ডি লড়াই হবে ৩ চেয়ারম্যান প্রার্থীর

হাটহাজারী

খোরশেদ আলম শিমুল, হাটহাজারী

১০ মে, ২০২৪ | ১১:৩৭ পূর্বাহ্ণ

কে হবেন হাটহাজারী উপজেলার অভিভাবক এ নিয়ে চলছে গ্রামে গ্রামে জল্পনা কল্পনা। এখানে বিরোধীদলের কোন প্রার্থী না থাকায় আওয়ামী লীগের তিন শক্ত প্রতিদ্বন্দ্বির মধ্যে ভোট ভাগাভাগি হবে এটা অনেকটা নিশ্চিত। তিন প্রার্থীর মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডির। এছাড়া ভাগ হয়ে গেছে নিজেদের কর্মী বাহিনী। এর পরেও তিন প্রার্থী মাঠে তাদের কর্মী সমর্থকদের নিজের পক্ষে আনতে মরিয়া হয়ে উঠছেন।

 

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হবে ত্রিমুখী। নির্বাচনের দিন ঘনিয়ে আসলেও এখনও জমে ওঠেনি নির্বাচনী মাঠ। আগামী ১৯ মে প্রচারণার শেষ দিন। তবে প্রতিদিন প্রার্থীরা উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করে যাচ্ছেন।

 

জানা যায়, হাটহাজারী উপজেলার আওতাধীন ১৪টি ইউনিয়ন ও ১ টি পৌরসভা রয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভোটার ১ লক্ষ ৮৬ হাজার ৬শ ৪৩ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৭০ হাজার ৮শ ৫ জন। মোট ভোটার ৩ লক্ষ ৫৭ হাজার ৪শ ৪৮ জন।

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এবিএম মশিউজ্জামান জানান, হাটহাজারী উপজেলা পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি তিনজনই আওয়ামী লীগের প্রার্থী। তারা হলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম রাশেদুল আলম (মোটরসাইকেল), উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুস গনি চৌধুরী (আনারস) ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন চৌধুরী নোমান (ঘোড়া)। তারা তিনজনই প্রথম স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছেন ।

 

ভাইস চেয়ারম্যান পদে অশোক কুমার নাথ (তালা), নূরুল আবসার (চশমা), এম এ খালেদ চৌধুরী (বৈদ্যুতিক বাল্ব), ও মো. আশরাফ উদ্দীন জীবন (টিউবওয়েল)।

 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে অশোক কুমার নাথ ও আশরাফ উদ্দিন জীবন এবার নতুন মুখ। বাকি দু’জন পূর্বে ও একই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রাথীদের মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম (কলস), বিবি ফাতেমা শিল্পী (প্রজাপতি), মোছা. শারমীন আক্তার (হাঁস) এবং সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম (ফুটবল) প্রতীক।

 

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিবি ফাতেমা শিল্পী এবার নতুন মুখ। শারমীন আকতার পূর্বেও একবার একই পদে নির্বাচন করেছিলেন। সাজেদা বেগম পূর্বে একবার ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে আবারও একই পদে নির্বাচন করে হেরে যান।

পূর্বকোণ/এসএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট