চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সীতাকুণ্ড উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ মে, ২০২৪ | ৯:৫২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আরিফুল আলম (রাজু) উপজেলা পরিষদের চেয়ারম্যান, গোলাম মহিউদ্দিন ভাইস চেয়ারম্যান ও শাহীনুর আক্তার বিউটি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

 

নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আরিফুল আলম রাজু তার আনারস প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৭৯৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মহিউদ্দিন আহমেদ মঞ্জু (দোয়াত কলম) পেয়েছেন ১১ হাজার ১৮৬ ভোট।

 

এছাড়া নির্বাচনে ভাইস চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫৮ হাজার ২০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জালাল আহমদ টিউবয়েল প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২৩০ ভোট।

 

মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীনুর আক্তার বিউটি (পদ্মফুল) পেয়েছেন ৫৪ হাজার ৭৯২ ভোট। এছাড়া অপর দুই প্রার্থী শামীমা আক্তার লাভলী (হাঁস) পেয়েছেন ৮ হাজার ৮০৯ ভোট ও হামিদা আক্তার (ফুটবল) পেয়েছেন ৫ হাজার ৬৩৭ ভোট।

 

সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন অফিসার মো. জসীম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বিজয়ী তিনজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। তিনি জানান, এই নির্বাচনে মোট ১৯ দশমিক ৪৯ ভোট কাস্ট হয়েছে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট