চট্টগ্রাম শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ইউএনও

কাপ্তাই সংবাদদাতা

৮ মে, ২০২৪ | ৭:২১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কালবৈশাখী ঝড়ে বসতঘরসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিউদ্দিন।

 

বুধবার (৮ মে) বিকাল সাড়ে ৪টায় সরজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে বিভিন্ন শুকনা খাবার বিতরণ করেন তিনি।

 

তিনি জানান, কালবৈশাখীর তাণ্ডবে কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে গাছ উপড়ে পড়ে বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বিএফআইডিসি শিল্পএলাকার তিনটি বসতঘর। ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

 

এ সময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, এলপিসি শাখা ইউনিট উৎপাদন কর্মকর্তা আব্দুল হান্নান, ইউপি সদস্য মজিবুর রহমান, মইনউদ্দিন, কাপ্তাই প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবির হোসেন, কাপ্তাই স্কুল কমিটির সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

 

 

পূর্বকোণ/কবির/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট