চট্টগ্রাম বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪

বরকে অর্থদণ্ড

বোয়ালখালীতে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট

বোয়ালখালী সংবাদদাতা

১৫ ডিসেম্বর, ২০২৩ | ৮:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বাল্যবিয়ের আয়োজন করায় বরকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদাল ত।

 

শুক্রবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার কানুনগোপাড়া তাজ কমিউনিটি সেন্টারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ফাতেমা চৌধুরী।

 

তিনি বলেন, কমিউনিটি সেন্টারে বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। কনের বয়স জন্মনিবন্ধন অনুযায়ী ১৬ বছর হওয়ায় বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় বরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বাল্যবিয়ের কুফল সম্পর্কে অভিভাবকদের বুঝিয়ে ১৮ বছরের পূর্বে মেয়ে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

 

জানা গেছে, কনে এই বছর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করে এবং বর একজন প্রবাসী।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট