চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

রামুতে ৯০ কোটি টাকার আইস উদ্ধার, আটক ২

রামু সংবাদদাতা

১৫ ডিসেম্বর, ২০২৩ | ৭:২০ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে ৯০ কোটি টাকার ক্রিস্টাল মেথ আইসসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার আইসের পরিমাণ ১৮ কেজি ২০ গ্রাম।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে এসব আইস উদ্ধার করা হয়।

 

আটকরা হল, কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা নেয়াখালী পাড়ার মৃত আজিজুর রহমানের ছেলে ট্রাকচালক মো. কেফায়েত উল্লাহ (৩৮) এবং একই উপজেলার মহেশখালী পাড়ার আবু বকরের ছেলে মো. হারুন (২৩)। এ সময় ট্রাকে থাকা হোসাইন আহমদ (৪১) পালিয়ে যান। তিনি টেকনাফ উপজেলার সাবরাং ডেগিল্যার বিল এলাকার কালা মিয়ার ছেলে।

 

উদ্ধারের পরপরই রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ।

 

তিনি জানান, তল্লাশি করে ট্রাকে থাকা লবণের বস্তার ভিতরে সাদা কাপড়ে মোড়ানো ও বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮.২০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে আটক ট্রাকচালক মো. কেফায়েত উল্লাহ ও তার সহযোগী মো. হারুনের স্বীকারোক্তি মতে মাদক চক্রের মূলহোতা হোসাইন আহমদকে ধরার জন্য টেকনাফের সাবরাং এলাকায় সারারাত অভিযান পরিচালনা করা হয়। এখন পর্যন্ত সে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার এড়াতে সক্ষম রয়েছে। সে যাতে বৈধভাবে দেশ ছেড়ে পালাতে না পারে এ জন্য তার পাসপোর্ট এবং পরিচয়পত্র জব্দ করা হয়েছে। তাকে গ্রেপ্তারে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

 

তিনি আরও জানান, উদ্ধার আইসের বাজারমূল্য ৯০ কোটি টাকা।

 

 

পূর্বকোণ/নীতিশ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট