চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে মদ-বিয়ারসহ নারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

১৫ ডিসেম্বর, ২০২৩ | ৬:১৫ অপরাহ্ণ

টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৯৩৪ ক্যান বিয়ার ও ৩৪ বোতল বিদেশি মদসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ ডিসেম্বর) ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

গ্রেপ্তার হুমায়রা আক্তার (৩০) টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ইসলামাবাদ এলাকার ছলিম উল্লাহর মেয়ে ও মো. ইসমাইলের স্ত্রী।

 

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার ভোররাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইসলামাবাদ এলাকার পলাতক আসামি ইসমাইলের ঘরে ১ ঘণ্টা অভিযান চালানো হয়। এসময় মাদক ব্যবসায়ী চক্রের সদস্য হুমায়রা আক্তারকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ৯৩৪ ক্যান বিয়ার, ৩৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী চক্রের আরও ২ জন কৌশলে পালিয়ে যায়।

 

তিনি আরও জানান, সংঘবদ্ধ মাদক কারবারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারী চক্রের অপরাপর পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট