চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় ৮৪ লাখ টাকার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৩ | ২:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ২৮ হাজার ইয়াবাসহ মো. মুজিবুর রহমান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার মুজিবুর রহমান উপজেলার মধ্যম গহিরা গ্রামের মৃত মনছুর আলমের ছেলে।

 

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) মধ্যম গহিরা মাঝির ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার। তিনি জানান, মাঝির ঘাট এলাকায় মাদক ব্যবসা চলছে; এমন খবরের ভিত্তিতে গত মঙ্গলবার ওই এলাকায় অভিযান পরিচালনা করে মো. মুজিবুর রহমান নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। পরে মুজিবুরের দেহ তল্লাশি করে ২৮ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৮৪ লাখ টাকা। গ্রেপ্তার মুজিবর ও উদ্ধার ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট