খাগড়াছড়িতে ১৫ বস্তা ভারতীয় সিগারেটসহ ৩ জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)। জব্দ করা সিগারেটের বাজার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনে ফাইভ স্টার ট্রান্সপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর হাসান। তিনি জানান, এপিবিএন গতকাল রাতে অভিযান চালিয়ে ভারতীয় সিগারেটসহ ৩ জনকে আটক করেছে। জব্দ করা মালামাল ও আটক ৩ জনকে সদর থানায় হস্তান্তর করেছে। তাদের পক্ষ থেকে একটি মামলা ও রুজু করা হয়।
জানা গেছে, র্দীঘদিন ধরে একটি গ্রুপ ভারতের ত্রিপুরা থেকে অবৈধভাবে পানছড়ি দিয়ে খাগড়াছড়ি শহরে এনে এসব ভারতীয় পণ্য ট্রান্সপোর্টের মাধ্যমে বিভিন্ন স্থানে পাচার করছে।
পূর্বকোণ/পিআর/এএইচ