বান্দরবানে টানা বর্ষণে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বর্ষণের জেরে পাহাড় ধসে বান্দরবানের সাথে থানচি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
শুক্রবার (৪ আগস্ট) বান্দরবানের থানচি সড়কের নীলগিরি এলাকায় এ পাহাড় ধসে উপজেলায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগের লোকজন কাজ করছে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। এছাড়া জেলা শহরের আশেপাশের বিভিন্ন জায়গায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে।
এখনো পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এছাড়া জেলার নিলাঞ্চল প্লাবিত হয়েছে। ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ের আশপাশের লোকজনদের নিরাপদ জায়গায় সরে যেতে পৌরসভা ও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
পূর্বকোণ/এসি