চন্দনাইশ থেকে বিপন্ন ও বিরল প্রজাতির একটি হনুমান উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে হনুমান পাচারের দায়ে বাস চালক মো. জসিম উদ্দীনকে (৪০) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের ব্যাটারি বক্সের ভেতর থেকে হনুমানটি উদ্ধার করা হয়।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালককে দুই মাসের কারাদণ্ড দেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, বাসের বক্সের ভেতর করে হনুমানটি ঢাকায় নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে তল্লাশি করে হনুমানটি উদ্ধার করেছি। মোবাইল কোর্টের মাধ্যমে ওই পাচারকারীকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া বনবিভাগের মাধ্যমে হনুমানটি চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/আরআর/এএইচ