চট্টগ্রাম মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪

চকরিয়ায় হারিয়ে যাওয়া মোবাইল নিয়ে বচসা, বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

২৬ জুলাই, ২০২৩ | ১:০৩ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় মোবাইল ফোন হারানো নিয়ে কথা কাটাকাটির জেরে বন্ধুর ছুরিকাঘাতে খুন হয়েছে অপর বন্ধু। তার নাম মো. শেফায়েত হাবিব (১৭)। নিহত হাবিব পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডস্থ কালাগাজি সিকদার পাড়ার শাহাব উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২৫ জুলাই)  রাত পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়ার পথে বন্ধুটি মারা যায়। স্থানীয়রা জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে বিএমচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি প্রত্যক্ষদর্শী কয়েকজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে বলেন, সোমবার রাতে হাবিবের একটি মোবাইল ফোন হারিয়ে যায়। এতে হাবিব চাল পড়া সংগ্রহ করে কয়েকজন বন্ধুকে খাওয়ায়। এ নিয়ে মঙ্গলবার বিকালে বিএমচর ইউনিয়নের স্কুল পাড়ার আবু বক্করের ছেলে তারিকুল ইসলাম মিশু হাবিবকে উদ্দেশ্য করে বলে, বন্ধু হয়ে তুই আমাকে ফোন চুরির সন্দেহ করছিস? এ সময় আরও দুই বন্ধুর উপস্থিতিতে হাবিবের তলপেটে ছুরিকাঘাত করে মিশু।

তিনি আরও বলেন, গুরুতর আহত হাবিবকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসকের পরামর্শে পরে চমেক হাসপাতালে নেয়ার পথে রাত পৌনে ৯টার দিকে হাবিব মারা যায়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হাবিবের লাশ চমেক হাসপাতালে ময়নাতদন্তের জন্য ছিল বলে জানিয়ে ওসি জাবেদ বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে মামলা হবে। এর মধ্যেই পুলিশের একটি টিমকে মাঠে নামানো হয়েছে প্রাথমিক অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য।

এদিকে, স্থানীয় কয়েকজন বলেছেন মঙ্গলবার বিকালে ফুটবল খেলা নিয়ে তর্কাতর্কির জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পূর্বকোণ/জাহেদ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট