খাগড়াছড়ির মানিকছড়িতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পৃথক অভিযানে দুই ব্যক্তিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৫ জুলাই) ও গতকাল সোমবার বিকেলে উপজেলার চেংগুছড়া এলাকায় এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ।
অভিযানে সোমবার মো. মনির হোসেনকে (৪০) ৮০ হাজার টাকা এবং আজ মঙ্গলবার বিকেলে উপজেলার আছাদতলী এলাকায় মো. মুছাকে (৩৯) ১ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কাটা বন্ধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার অংশ হিসেবে এ জরিমানা আদায় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ