চট্টগ্রাম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

লামায় কাঠুরিয়া হত্যা : ২৭ বছর পর দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৩ | ১:৩৭ অপরাহ্ণ

বান্দরবানের লামায় কাঠ কাটতে গিয়ে তুচ্ছ ঘটনায় এক কাঠুরিয়াকে খুনের মামলায় ২৭ বছর পর দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

 

গ্রেপ্তারকৃতরা হলো- চকরিয়া থানার ভিলেজপাড়ার ওমর আলীর ছেলে মো. বেলাল উদ্দীন (৫০) ও মৃত জলির আহম্মেদের ছেলে আবুল হোসেন (৬৫)।

 

সোমবার (২৪ জুলাই) চকরিয়ার সুরাজপুর মানিকপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, ১৯৯৬ সালে চকরিয়া এবং কক্সবাজারের নয়জন কাঠুরিয়া বান্দরবানের লামায় কাঠ কাটতে যায়। সেখানে কাঠ কাটা নিয়ে তুচ্ছ ঘটনায় আট কাঠুরিয়া তাদের একজনকে কুপিয়ে খুন করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়। পরে আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ৮ জনকে দোষী সাব্যস্ত করে তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যায়। এক পর্যায়ে গতকাল গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়ার সুরাজপুর মানিকপুর এলাকায় অভিযান চালিয়ে কাঠুরিয়া হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, এ মামলার ৩ আসামি মৃত্যু হয়েছে এবং বাকি ৩ আসামি এখনও পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের নজরদারি অব্যাহত রয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট